পোস্টগুলি

ফেব্রুয়ারী, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বাজরিগার ও ককাটিয়েল পাখির চোখের সমস্যার সমাধান

আমরা যারা বাজরিগার ও ককাটিয়েল পাখি পালি, কম বেশি সবাই একটি পরিচিত সমস্যার সম্মুখিন হয়েছি তা হচ্ছে, পাখির চোখে পানি পরা, চোখ লাল হয়ে যাওয়া, চোখ বন্ধ করে রাখা ইত্যাদি। বাজরিগার ও ককাটিয়েল পাখির চোখের এই সমস্যাগুলো মূলত হয়ে থাকে চোখে গরম পরলে, ভাইরাস, ফাঙ্গাস এবং পাখি মারামারি করলে। আমিও অনেক সময় এই সমস্যার সম্মুখীন হয়েছি এবং সমাধানে ব্যবহার করে আসছি পপুলার কোম্পানীর সিভডেক্স ভেট ড্রপটি। এই সিভডেক্স ভেট ড্রপটি প্রকৃত অর্থে অনেক কাজ করে বিশেষ করে আমি এর ব্যবহারে অনেক সুফল পেয়েছি। এই ড্রপটির মূল্য ৮০ টাকা লেখা থাকলেও আমি ৭০ টাকা দিয়ে কিনে থাকি। কিভাবে বাজরিগার ও ককাটিয়েল পাখির চোখের সমস্যা সমাধানে এই সিভডেক্স ভেট ড্রপটি ব্যবহার করবেন ? এই ড্রপটি ব্যবহার করা খুবই সহজ। ৫ মিলি এই ড্রপটি দিনে ৩ বার ( সকাল, দুপুর এবং সন্ধ্যা ) ১ ফোঁটা করে আক্রান্ত চোখে ৭ দিন দিতে হবে। এই ৭ দিনে পাখির চোখের সমস্যা পুরোপুরি ভালো হয়ে যাবে।

বাজরিগার ও ককাটিয়েল পাখির ব্রীডিং খাদ্য মিশ্রন – বছরব্যাপী

ছবি
আমরা যারা কম বেশি বাজরিগার ও ককাটিয়েল পাখি পালন করি, কমবেশি সবাই একটা ঝামেলায় দিয়ে যেতে হয় পাখির ব্রীডিং এর সময় খাদ্য নিয়ে, বিশেষ করে শস্যদানা নিয়ে। আর কিছু অসাধু পাখি ব্যবসায়ী তো সেপ্টেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত খাবার দাম বাড়িয়ে অতি মুনাফা পকেটে ঢুকিয়ে নেয়। ঐ সকল মুনাফালোভী ব্যবসায়ীদের হাত থেকে বাঁচতে এবং নিজের শখের পাখির জন্য আজকের এই লেখায় আমি বিশেষ করে ঐ বাজরিগার ও ককাটিয়েল পাখির ব্রীডিং খাদ্য মিশ্রন নিয়ে আলোচনা করবো যা কিনা আপনি পুরো এক বছরের জন্য মজুদ করে রাখতে পারবেন এবং ব্রীডিং এর সময় পাখির খাবার নিয়ে ঝামেলায় পরতে হবে না। আমাদের দেশে তথা বাংলাদেশে যেসকল Bird Seed mix – পাখির সীড মিক্স সহজে পাওয়া যায় তা হলঃ Bird Seed mix – পাখির সীড মিক্স Paddy – ধান Niger and linseed – গুজি তিল ও তিসি Foxtail Millet – কাউন         Proso Millet – চিনা           উপরের শস্যদানা দিয়ে আপনি সারাবছরের জন্য মজুদ করতে পারেন ৪০% চিনা, ৩০% কাউন, ধান ২০%, তিশি ও গুজি তিল ১০%। উল্লেখ্যঃ ৪০% চিনার মধ্যে আপনি কালো মিলেট ( Black Millet ) এবং লাল মিলেট ( Red Millet ) যুক্ত করবেন ১৫%। Black Millet – কালো মিলেট